ইমাম শিকদারের কবিতা ” ভালোবাসার রথ”

Home Page » সংবাদ শিরোনাম » ইমাম শিকদারের কবিতা ” ভালোবাসার রথ”
বুধবার ● ২৫ ডিসেম্বর ২০২৪


ভালোবাসার রথ”- প্রতীক ছবি

তুমি আমার বসন্তের ছন্দ
তুমি অনন্তে ঘেরা আকাশের মতো
তুমি আমার পান্ডুলিপি আবেগের জীবনানন্দ
তুমি শান্ত রূপসী বাংলা শঙ্খচিলের মতো
তুমি ঝর্ণার মতো বয়ে যাও নদীর মতো শান্ত
তুমি আবার সময়ের হাসি কখনো ভালো মন্দ
তুমি বনলতা ধানসিঁড়ি রূপসী বাংলার মতো
তুমি আমার ফুলমালতি ভালোবাসার গন্ধ
তুমি দিন শেষের ক্লান্ত পাখি অপেক্ষার খোঁপা ফুল
তুমি আমার হাত বদলের পাখা নও ভালো বাসার কূল
তুমি আমার জীবন সাথী হাঁটব বাকিটা পথ
তুমি আমার জীবন মরন ভালোবাসার রথ ।

 লেখক :

লেখক- “ইমাম শিকদার “

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৩ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ