কুয়েত নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো

Home Page » বিশ্ব » কুয়েত নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪


 ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলেন কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহ। তিনি রোববার (২২ ডিসেম্বর) মোদিকে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবির’ সম্মাননায় ভূষিত করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এই পুরস্কার পাওয়ার পর মোদি এটি ভারত-কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেশটিতে ভারতীয় কমিউনিটি এবং ভারতের ১৪০ কোটি নাগরিককে উৎসর্গ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের আমন্ত্রণে দুই দিনের সফরে গত শনিবার কুয়েতে যান মোদি। সেখানে এরই মধ্যে দেশটির আমির ও ক্রাউন প্রিন্স সাবাহ আল-খালিদ আল-সাবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ ছাড়া কুয়েতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেছেন। এর আগে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

এর আগে কুয়েত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ, বিল ক্লিনটন, সৌদি আরবের বাদশা সালমান, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবির’ সম্মাননায় ভূষিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫৩ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ