প্রেস সচিব : স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়

Home Page » জাতীয় » প্রেস সচিব : স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪


 ফাইল ছবি

বঙ্গনিউজ : স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২২ ডিসেম্বর) ইন্টারপোলের রেড নোটিশ জারি নিয়ে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে।’

তিনি আরও লেখেন, ‘পরিষ্কারভাবে জানাতে চাই যে ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, এমন কোনো গুজব আমরা ছড়াইনি। আমার কোনো সহকর্মী এ ধরনের কোনো মন্তব্য করেননি। কোনো সাংবাদিকও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।’

প্রেস সচিব লেখেন, ‘তবে আমরা এটুকু বলতে পারি, দেরিতে হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।’

ভারতের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।’

তিনি লেখেন, ‘শেখ হাসিনা ছাত্র, শ্রমিক ও এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারো মানুষের গুম-জননী, যাদের বেশির ভাগই ছিলেন বিরোধী দলের কর্মী। বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।’

প্রেস সচিব বলেন, ‘লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের স্বৈরশাসকদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়।’

বাংলাদেশ সময়: ১১:০৯:১০ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ