উপদেষ্টা হাসান আরিফের জীবনাবসান

Home Page » জাতীয় » উপদেষ্টা হাসান আরিফের জীবনাবসান
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪


ফাইল ছবি- উপদেষ্টা

বঙ্গ-নিউজ: ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ আজ ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তার ছেলে মোয়াজ আরিফ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, বিকেল ৩টার দিকে লাবএইডে তিনি মারা যান।

লাবএইড স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহের-ই-খুদা জানান, অসুস্থ অবস্থায় উপদেষ্টাকে বিকেল ৩টার দিকে হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৭ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ