মধ্যনগরে চোরাচালানির নিউজের জের ধরে সাংবাদিকের উপর হামলা

Home Page » সারাদেশ » মধ্যনগরে চোরাচালানির নিউজের জের ধরে সাংবাদিকের উপর হামলা
শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪


আল আমিন আহমেদ সালমান

সাজেদা আহমেদ,বিশেষ প্রতিনিধি, বঙ্গ নিউজ :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আল আমিন আহমেদ সালমান (২৭) হামলা ও মারধরের শিকার হয়েছেন। মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী হাসান (৩২) ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন (৪২) তাকে মারধর করেন।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক আল আমিন আহমেদ সালমান বলেন, আমি গত ৯ অক্টোবর কালের কন্ঠ পত্রিকায় মধ্যনগরে বেপরোয়া চোরাচালান চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। পত্রিকায় খবরটি ছাপা হওয়ার পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কতিপয় নেতা কর্মীরা আমার প্রতি ক্ষুদ্ধ হন। এর জের ধরেই আমি হামলা ও মারধরে শিকার হয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যনগর মধ্যবাজারের একটি চায়ের স্টলের পেছনে থাকা একটি কক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম মজনুর কথা বলে বাপ্পী হাসান সাংবাদিক আল আমিনকে ডেকে নেয়।
সেখানে আব্দুল কাইয়ূম মজনু ও বিএনপির আরেক নেতার উপস্থিতে তাকে মারধোর করে রক্তাক্ত করে।
এসময় সেখানে আরও উপস্থিত আরও দুইজন সাংবাদিকের মধ্যে দৈনিক সোনালী কন্ঠের মধ্যনগর প্রতিনিধি অনুপ তালুকদার অভিকেও লাঞ্ছিত করা হয়।
তবে হামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে ছাত্রদল ও যুবদলের ওই দুজন নেতা বলেন, আমরা কাউকে হামলা ও মারধর করিনি।

মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম মজনু ওই সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, হামলা ও মারধরের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪২ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ