বিশ্ব ইজতেমায় দুুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত

Home Page » জাতীয় » বিশ্ব ইজতেমায় দুুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ :  তুরাগ তীরে তাবলিগ জামায়াতের সংঘর্ষে ৪ জন মর্মান্তিকভাবে নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ১৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের সংঘর্ষে ৪ জন মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।

গোলাম পরওয়ার বলেন, দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগ জামায়াত দীর্ঘদিন ধরে সারা বিশ্বে মুসলিম-অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে। ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

তিনি বলেন, মহান রব নিহতদের প্রতি রহম করুন। তাদের গুনাহের খাতাসমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। আল্লাহ তায়ালা আহতদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমি নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তায়ালা তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

ভিডিও দেখুন :  

বাংলাদেশ সময়: ২৩:৫০:৩০ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ