মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতনের দাবিতে

Home Page » প্রথমপাতা » মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতনের দাবিতে
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪


 ফাইল ছবি

বঙ্গনিউজ : বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট।

বুধবার (১৮ ডিসেম্বর) টঙ্গীর আউচপাড়া এলাকার মহাসড়কে ‘তারা টেক্সটাইল লিমিটেড’ কারখানার শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরে টঙ্গীর আউচপাড়া এলাকায় তারা টেক্সটাইল লিমিটেড নামে কারখানা রয়েছে। চলতি মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও এখনো বেতন দেওয়া হয়নি। এর আগে বেতনের দাবি জানালে কারখানার পক্ষ গত ১০ তারিখ থেকে বন্ধের নোটিশ দেয়। নোটিশে বলা হয়- ১৫ তারিখ বেতন দিয়ে ১৮ তারিখ থেকে কারখানা খুলে দেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষ কারখানা খুলে না দিয়ে আবার আজ নতুন করে নোটিশ টানিয়ে দিয়েছে। সেখানে তারা বলেছে, ২২ তারিখ বেতন দিয়ে ২৩ তারিখ থেকে কারখানা খুলে দেওয়া হবে। তারা একেক সময় একেক ধরনের কথা বলেন এবং নানাভাবে বেতন না দেওয়ার জন্য তালবাহানা শুরু করে। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় যোগদান না করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটপাড়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৮টা থেকে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা। অধিকাংশ লোকজন হেঁটে তাদের গন্তব্যে রওনা দিয়েছেন।

কারখানা শ্রমিক রোকেয়া আক্তার বলেন, মালিক দীর্ঘদিন ধরে প্রতি মাসেই বেতন দিতে গড়িমসি করে। তাদের দাবি বেতন পরিশোধ করে কারখানা দ্রুত খুলে দেওয়া হোক।

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ
কমলা চাষে বাজিমাত গাইবান্ধার কৃষক মলয়ের
শ্রমিক আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে তারা বিক্ষোভ করেছিলেন তখন পুলিশ বলেছিল তাদের বেতন আদায় করে দেবে কিন্তু দিতে পারেনি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কৃপা সিন্ধু বালা বলেন, শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। গতকাল বেতন দেওয়ার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। সড়ক অবরোধের ফলে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই পথে চলাচলকারীরা।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৪৩ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ