ভারতে ‘মাদার তেরেসা এওয়ার্ড” পাচ্ছেন আমেরিকা প্রবাসী বাঙালি লেখক শহীদ হাসান পীযূষ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ভারতে ‘মাদার তেরেসা এওয়ার্ড” পাচ্ছেন আমেরিকা প্রবাসী বাঙালি লেখক শহীদ হাসান পীযূষ
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪


 শহীদ হাসান পীযূষ

কলকাতা প্রতিনিধিঃ আমেরিকা প্রবাসী বাঙালি লেখক শহীদ হাসান পীযূষ এবার ভারতের মাদার তেরেসা এওয়ার্ড ২০২৫ পাচ্ছেন ।  আগামী ৩রা  জানুয়ারি  ২০২৫ সালে পশ্চিমবঙ্গের ২৪ পরগনার রাজনন্দিনী ব্যানকুয়েত হলে International Research Center for Social and Cultural Dynamics এর আয়োজনে  ‘Summit on Development Speeches’  প্রগ্রামে এই পদক তার হাতে তুলে দেওয়া হবে ।

‘প্রেমের চিঠি’ নামে অনন্য গ্রন্থের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন । সম্পূর্ন হাতে লেখা এই গ্রন্থের প্রকাশ এক অভিনব পদ্ধতি ও বিষয়কে আশ্রয় করে প্রকাশ করা হয়েছে । প্রেমের চিঠি হাতের লিখনীতে অপূর্ব চিত্রকলায় ভরে উঠেছে। বাংলা ভাষায় এরকম  সৃষ্টি  আর দেখা যায়নি ।

‘প্রেমের চিঠি” ছাড়া লেখকের অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো, ‘অনামিকার তিল’    ‘ভালোবাসা ভালোবাসা’ ‘লাভ মেইড ইন হ্যাভেন ‘ প্রভৃতি ।

প্রেমের চিঠি গ্রন্থ

বাংলাদেশ সময়: ২:২০:৫৫ ● ১১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ