শনিবার থেকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Home Page » জাতীয় » শনিবার থেকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪


সংগৃহীত ছবি-শৈত্য প্রবাহ

বঙ্গ-নিউজ: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অধিদপ্তর জানায়, ১৪ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাসও দিয়া হয়েছে ।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এছাড়াও, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায়, যা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০০:২৮ ● ৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ