বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে

Home Page » জাতীয় » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্ক :  আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস আজ শুক্রবার। দিনটিকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচি অনুযায়ী ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে তারা। এছাড়া পতাকা মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যাও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে দেশের সর্ববৃহৎ ফিলিস্তিন পতাকা নিয়ে মিছিল করা হবে বলে জানানো হয়।

এছাড়া, ‘Where Palestine Met July’ শিরোনামে সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হবে। হাসনাত পোস্টে লেখেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। উল্লেখ্য, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩০ ● ৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ