বঙ্গনিউজ ডেস্ক : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।
হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হয়।
ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে
বরিশালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবদল নেতা গ্রেপ্তার
এ ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমনসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
সেই মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ থেকে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ৭ দিনের রিমান্ড আবেদন করে। আজ আদালত উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে জেলহাজাতে পাঠানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় ব্যারিস্টার সুমন ঘটনাস্থলে ছিলেন না। এ ছাড়া তিনি ঘটনা জানেন না তারপর ইচ্ছে করে তাকে ফাঁসানোর জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি একজন জনপ্রিয় ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে।