৮২ তম জন্মদিন জো বাইডেন
Home Page »
Wishing »
৮২ তম জন্মদিন জো বাইডেন
বঙ্গনিউজ ডেস্ক : জো বাইডেন এর পুরো নাম : জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র,তিনি ২০ নভেম্বর ১৯৪২ সালে স্ক্যানটন , পেনসিলভেনিয়াতে জন্মগ্রহণ করেন । তিনি ছোট বেলা থেকেই একাধিক সমস্যা ও সংগ্ৰামের মুখোমুখি হয়েছিলেন, তার মধ্যে ছিলো ভাষাগত সমস্যা (বাক্য গতি) এবং ছিলো দারিদ্র্যতা । তিনি ডেলাওয়্যাবিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সিডনি ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে । ১৯৭২ সালে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন এবং মাত্র ২৯ বছর বয়সে ডেলাওয়্যার টেস্ট সিনেটের সদস্য নির্বাচিত হন।
১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত সিনেটে ৬ টি টার্মে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত হলেও পরবর্তীতে সরে যান,তবে ২০০৮ সালে নির্বাচনে বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচন করেন এবং জয় লাভ করেন। ২০১৩-২০১৭ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
২০২০ নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। দির্ঘ ৪ বছর দায়িত্ব পালন করেন ।
সবশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনে পরাজিত হন এবং ক্ষমতা থেকে সরে যান
বাংলাদেশ সময়: ১৭:১৫:২৪ ●
১৪৪ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)