৩১০ ম্যাচ পর সাকিব-মুশফিক-তামিম ছাড়া মাঠে টাইগাররা

Home Page » ক্রিকেট » ৩১০ ম্যাচ পর সাকিব-মুশফিক-তামিম ছাড়া মাঠে টাইগাররা
শনিবার ● ৯ নভেম্বর ২০২৪


সাকিব,তামিম,মুশফিক

বঙ্গনিউজ ডেস্ক: সিরিজ শুরুর আগেই জানা গেছে খেলা হচ্ছে না সাকিব আল হাসান ও তামিম ইকবালের। প্রথম ম্যাচে পাওয়া আঙুলের চোটে ছিটকে যান মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে একটা রেকর্ডও হয়ে গেল বাংলাদেশের।

৩১০ ওয়ানডের পর এবারই প্রথম এই তিন সিনিয়র ক্রিকেটারকে ছাড়া খেললেন নাজমুল হোসেন শান্তরা। বছরের হিসেবে প্রায় ১৮ বছর পর এমন কিছু দেখলেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা।

সংযুক্ত আরব আমিরাতের শারজাতে   বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এমন ঘটনা। ২০০৬ সালের ৪ আগস্টে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় সাকিব-মুশফিকের। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরুটা হয়েছিল তাদের।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারিতে তামিমের অভিষেক। যদিও গত বছরের সেপ্টেম্বর থেকেই অনেকটা অভিমানে ওয়ানডে সংস্করণে খেলছেন না তামিম। সে হিসেবে এবারই প্রথম কোনো ম্যাচে নেই তারা তিন। এ ছাড়া অন্য ম্যাচগুলোতে কেউ না কেউ ছিলেনই সব সময়।

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৩ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ