আজ কবি ডাঃ খালেদ মাহমুদের জন্মদিন

Home Page » সাহিত্য » আজ কবি ডাঃ খালেদ মাহমুদের জন্মদিন
শুক্রবার ● ২৫ অক্টোবর ২০২৪


 কবি ডাঃ খালেদ মাহমুদ

বঙ্গনিউজঃ  আজ কবি ডাঃ খালেদ মাহমুদের জন্মদিন ।  খালেদ মাহমুদ জন্ম ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। পেশায় সরকারি চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশার পাশাপাশি কাব্যচর্চায় রয়েছে তার গভীর আগ্রহ। শৈশব হতেই কবিতা লেখার শুরু । কবিতা ও সাহিত্যকে তিনি মনে করেন জীবনের অবিচ্ছেদ্য অংশ । কবি চিন্তা ও চেতনাকে আঁকতে প্রয়াস পান কবিতার শরীরে। বাস্তবতা ও পরাবাস্তবতার কাঠামোয় নির্মিত হয় তার কবিতার শরীর । উন্মোচিত হয় মূল্যবোধের স্বরূপ ।

বঙ্গনিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে কবির জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা জানাই ।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২১ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ