কুয়াশার চাদর: কবিঃ-অরুণ সরকার

Home Page » সাহিত্য » কুয়াশার চাদর: কবিঃ-অরুণ সরকার
রবিবার ● ২০ অক্টোবর ২০২৪


অরুণ সরকার
মধুখালি, ফরিদপুর
তাংঃ১৯/১০/২০২৪
……………………….
কুয়াশার ঘোমটায় ঢাকা এইসব শীত রাতের গল্প
কেউ জানে না, কেউ পড়ে না।
এমনি এক রাতে
কুয়াশার চাদর গায়ে হয়তো চলে যাবো
তাদের মতো —-ইতিপূর্বে ছুটি পেয়েছে যারা।
লুটিয়ে পড়া মায়াবী চাঁদের আলোয়
আমার কেবল হারিয়ে যেতে ইচ্ছে করে
জীবন নিয়ে এই যুদ্ধ যুদ্ধ খেলা
কবে যে শেষ হবে!
এক আকাশ বিশুদ্ধ ঘৃণা দাও
আমি খেয়ে বাঁচি ——।

বাংলাদেশ সময়: ২০:০৩:৫৯ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ