ফেসবুক পোস্টের জের, লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট ওএসডি !

Home Page » জাতীয় » ফেসবুক পোস্টের জের, লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট ওএসডি !
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি

বঙ্গ-নিউজ: লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ফেসবুক পোস্টের জেরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারও বদলির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিষয়টি আমার জানা আছে, তবে এখনও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি।’

তাপসী দাবি করেছেন, মুহাম্মদ ইউনূসকে নিয়ে দেওয়া একটা ফেসবুক পোস্টের কারণেই তাকে বদলি করা হয়েছে।

শনিবার তাপসী ফেসবুকে লিখেছিলেন, ‘সংবিধানবহির্ভূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটন চাপা হয়েছে। অতীত মুছে গেছে। তিনি রিসেট বাটন চেপে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন। এত সহজ! আপনার জন্য গণনা শুরু হয়ে গেছে, স্যার।’

পোস্টটি সম্পর্কে জানতে চাইলে তাপসী বলেন, ‘আমি ফেসবুকে পোস্টটি শেয়ার করেছি, এটুকুই ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। আমি পোস্টটির প্রাইভেসি ‘অনলি মি’ করে রেখেছিলাম, তাই বদলির পেছনে নানা কারণ থাকতে পারে। এর জন্য যদি চাকরি হারাই, তাতেও আমার আপত্তি নেই। কিন্তু অতীত মুছে ফেলার জন্য রিসেট বাটন চাপা মানে কী? আমি বিশ্বাস করি, আমাদের দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি প্রশাসনের রূপ নিয়ে বিরাজমান। জুলাই হত্যাকাণ্ডসহ অন্যান্য ঘটনার তদন্ত হওয়া দরকার, কারণ এগুলো এখনও প্রমাণিত সত্য নয়।’

জেলা প্রশাসক রকিব বলেন, ‘আমরা (প্রশাসন) বিষয়টি সম্পর্কে অবগত এবং আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি।’

বাংলাদেশ সময়: ২১:২৫:০৯ ● ১৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ