নেছার ইউ আহমেদ এর কবিতা ‘আত্মার সত্ত্বা’

Home Page » সাহিত্য » নেছার ইউ আহমেদ এর কবিতা ‘আত্মার সত্ত্বা’
সোমবার ● ৭ অক্টোবর ২০২৪


আত্মার সত্ত্বা কবিতা
জীবন, জন্ম থেকে হয়নি সূচনা, হয়নি এর প্রাপ্তি
জীবন, মৃত্যুতে হয় না অবসান, হবে না তার সমাপ্তি।
জীবন ছিল জন্মের আগে আর মৃত্যুর পরেও অনন্তকালীন
জীবন, প্রথম শ্বাসে হয়নি শুরু আর শেষ-নিঃশ্বাসে হয় না বিলীন।
সব ধর্ম বলে, এতে বিধাতা বিদ্যমান আত্মায়
প্রাণীর প্রাণে আর বিরাজমান অন্তর সত্ত্বায়।
বিজ্ঞান এখনো খুঁজে চলছে আত্মার উৎসাহের প্রমাণ
অদ্যাবধি…
বিজ্ঞানের সীমিত পদ্ধতি, ব্যস্ত পেতে তার সন্ধান।
চোখে দেখে নাই বলে, পঞ্চ ইন্দ্রিয়ের ব্যর্থতায় চলে সংশয়
বিজ্ঞানের সীমাবদ্ধতায় আত্মার না থাকার তত্ত্ব, সত্য নয়।
সময় এলে, বিজ্ঞানে উন্নত পদ্ধতি পেলে, মিলিবে তার প্রমাণ
সব প্রমাণ না জেনে, আত্মার সত্ত্বা বিশ্বাসে আনাই তো ঈমান।

নেছার ইউ আহমেদ

বাংলাদেশ সময়: ৯:২৬:৫৮ ● ১২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ