সাভারে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান

Home Page » আজকের সকল পত্রিকা » সাভারে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪


 ---

সাভার প্রতিনিধি: সাভারে দুর্গাপূজায় মন্দির পাহারা সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার নয়ারহাট এলাকায় মতবিনিময় ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আব্দুস সোবহানের সভাপতিত্বে ও আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বিএনপির রাজনৈতিক দলে কোন চাঁদাবাজের স্থান নেই। এছাড়াও তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের দলে না ভিড়ানোর পরামর্শ দেন নেতাকর্মীদের।

অনুষ্ঠানে সাভার-আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে একপর্যায় জনসমুদ্রে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৪:০৬ ● ১২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ