খতিব রুহুল আমিন অপসারিত !

Home Page » জাতীয় » খতিব রুহুল আমিন অপসারিত !
রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪


বায়তুল মোকাররমের অপসারিত খতিব রুহুল আমিন

বঙ্গ-নিউজ: অন্তর্বর্তী সরকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে রুহুল আমিনকে অপসারণ করেছে। রোববার এক প্রজ্ঞাপনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রুহুল আমিনকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

২০ সেপ্টেম্বর মসজিদে রুহুল আমিন ও বর্তমান খতিব ওয়ালিউর রহমান খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৫০ জনেরও বেশি লোক আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে ওয়ালিউর রহমান খুতবা দিচ্ছিলেন, এমন সময় দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং জোরপূর্বক ওয়ালিউরের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নেন, যা দুই পক্ষের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটায়, পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

বাংলাদেশ সময়: ২১:০২:০৪ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ