প্রসঙ্গ ইলিশ, আগে দেশের মানুষের চাহিদা পূরণ,পরে রপ্তানি- ফরিদা

Home Page » জাতীয় » প্রসঙ্গ ইলিশ, আগে দেশের মানুষের চাহিদা পূরণ,পরে রপ্তানি- ফরিদা
রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪


প্রতীকী ছবি-ইলিশ মাছ

বঙ্গ-নিউজ: ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে, রপ্তানির আগে দেশের মানুষের চাহিদা পূরণকে অগ্রাধিকার দেওয়ার কথা জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অবস্থান একই রয়েছে - আমাদের দেশের মানুষকে আগে ইলিশ খাওয়াতে হবে, তারপর রপ্তানির কথা ভাবা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘ইলিশ এখনও পাঠানো হয়নি। এটা শুধুমাত্র একটি সিদ্ধান্ত। দেশে ৫ লক্ষ টনেরও বেশি ইলিশ উৎপাদিত হয়েছে। ৩ হাজার টন রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। কত টন রপ্তানি করা হবে তা এখনও চূড়ান্ত নয়।’

তিনি স্পষ্ট করে বলেন, এই রপ্তানির সঙ্গে পূজার কোনো সম্পর্ক নেই। কলকাতার ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

তবে, রপ্তানির পর যদি দেশের বাজারে ইলিশের দাম বৃদ্ধি পায় তাহলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, ফরিদা আখতার জানান।

উল্লেখ্য, এর আগে শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদনের কথা জানানো হয়।

তবে, সংবাদ বিজ্ঞপ্তিতে রপ্তানিকৃত ইলিশের দাম উল্লেখ করা হয়নি। ২০২৩ সালে দূর্গাপূজা উপলক্ষ্যে ৫ হাজার টন ইলিশ রপ্তানি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০:৪৩:৩৯ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ