ভারতে ইলিশ রপ্তানি , হাইকোর্টে রিটের হুমকি

Home Page » জাতীয় » ভারতে ইলিশ রপ্তানি , হাইকোর্টে রিটের হুমকি
রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০২৪


প্রতীকী ছবি- ইলিশ মাছ

বঙ্গ-নিউজ: ইলিশ বুঝি এখন কুটনৈতিক মাছ হয়ে গেছে। ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি বন্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান বাণিজ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব এবং আমদানি-রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবরে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নোটিশে বলা হয়, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশে ইলিশ পাওয়া যায়। কিন্তু এই মাছটি সবচেয়ে সুস্বাদু হয় যখন এটি সমুদ্র থেকে বাংলাদেশের পদ্মা নদীতে আসে।

নোটিশে আরও বলা হয়, প্রতিবেশী ভারতের বিশাল সমুদ্রসীমা রয়েছে এবং তাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ইলিশ উৎপাদিত হয়। তাই দেশটিতে ইলিশ রপ্তানির কোনো প্রয়োজন নেই। ভারত কেবল পদ্মা নদীর ইলিশ আমদানি করে।

বাংলাদেশে ভারতীয় এজেন্ট এবং মাছ রপ্তানিকারকরা সারা বছর ধরে নদীর ইলিশ মজুত করে এবং সরকারি অনুমোদন সাপেক্ষে ভারতে রপ্তানি করে, যা দেশের জনগণকে বঞ্চিত করে।

বাংলাদেশ সময়: ২০:২৪:৪৯ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ