সরকারের চাহিদা অনুযায়ী আরও প্রকল্পে সহায়তা দেওয়া হবে: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

Home Page » আজকের সকল পত্রিকা » সরকারের চাহিদা অনুযায়ী আরও প্রকল্পে সহায়তা দেওয়া হবে: বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
শুক্রবার ● ২০ সেপ্টেম্বর ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আরো প্রকল্পে সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারকর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মার্টিন রাইজার।

এতে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে। চলতি অর্থবছরের জন্য ২ দশমিক ৩ বিলিয়ন বা ২৩০ কোটি ডলারের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে। এই অর্থায়ন বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়াতে, সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে, উন্নত সেবা প্রদানের জন্য সরকারি ও আর্থিক খাতের সংস্কার, একটি পরিচ্ছন্ন জ্বালানি খাত গড়ে তুলতে এবং বায়ুর গুণমানের উন্নতিতে সহায়তা করবে।

তিনি উল্লেখ করেন, ‘দীর্ঘদিন ধরে চিহ্নিত করা হয়নি, এমন গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করতে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে। বিদ্যমান এবং নতুন বিনিয়োগের মাধ্যমে, আমরা অর্থনৈতিক সুশাসনের উন্নতি এবং প্রতি বছর চাকরির বাজারে প্রবেশকারী ২০ লাখ তরুণের জন্য আরো ভালো কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিচ্ছি।’

রাইজার জুলাই ও আগস্টে মর্মান্তিক প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। বিশ্বব্যাংক গুরুতর আহত ছাত্র ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য জরুরি সহায়তা প্রদানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। এ ছাড়া বিশ্বব্যাংক পূর্বাঞ্চলীয় জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে সহায়তা করবে। তিনি মিয়ানমারে সহিংসতা থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় প্রদান অব্যাহত রাখার জন্য বাংলাদেশের উদার সিদ্ধান্তের জন্যও প্রশংসা করেন।

তিনি জানান, বিশ্বব্যাংক সম্প্রতি বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ৭০ কোটি ডলারের একটি কর্মসূচি অনুমোদন করেছে। রাইজার বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা করতে এবং সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি উন্নত করতে সহায়তা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন মার্টিন রাইজার। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘উপদেষ্টার সঙ্গে কাঠামোগত সংস্কার, ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কথা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এসব কাজে সহায়তা করবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এই অঞ্চলে বাংলাদেশ বিশ্বব্যাংকের সবচেয়ে বড় ও ঘনিষ্ঠ অংশীদার। আমরা এই অংশীদারি অব্যাহত রাখতে চাই।’

সহায়তার প্রসঙ্গে মার্টিন রাইজর বলেন, ‘এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় পর্ষদ বৈঠকে। আমার পক্ষে অঙ্গীকার করা সম্ভব নয়। তবে চলতি অর্থবছরের জন্য ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে কিছু দেওয়া হবে বাজেট সহায়তা হিসেবে; বাকিটা দেওয়া হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে, যেমন স্বাস্থ্য ও জ্বালানি খাতে। এছাড়া বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আরো প্রকল্পে সহায়তা দেওয়া হবে।’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, যেমন বাজেট সহায়তা, স্বাস্থ্য ও জ্বালানি, সার আমদানি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ইত্যাদি। সেই সঙ্গে বন্যাপরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা-সংকট এসব বিষয় নিয়েও কথা হয়েছে। বিশ্বব্যাংক এসব বিষয়ে খুবই ইতিবাচক। কোন বিষয়ে সহায়তা দেওয়া হবে, তা একরকম পরিষ্কার। অন্যান্য সংস্থার সঙ্গেও তারা সমন্বয় করবে।

এছাড়া বাংলাদেশ যে সংস্কারকর্মসূচি হাতে নিয়েছে, তা বিশ্বব্যাংকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে বিশ্বব্যাংকের এ দেশীয় প্রধান আব্দুল্লায়ে সেক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:০৮:০২ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ