চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কামরুল

Home Page » সারাদেশ » চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কামরুল
সোমবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৪


ফাইল ছবি

বঙ্গ-নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল লাইভে এসে চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি নিজের ফেসবুক আইডি থেকে এই আহ্বান জানান এবং দলের নেতা-কর্মীদের এসব অপকর্মে না জড়াতে সতর্ক করেন। কামরুল বলেন, যদি কেউ এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।  তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, দখলবাজি ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বিএনপির সদস্য হতে পারে না। কামরুল এ পরিস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে একদিনের সময় বেঁধে দিয়েছেন যেন তাহিরপুরের যাদুকাটা নদীতে চাঁদাবাজি বন্ধ করা হয়।
এদিকে কামরুলের এ হুঁশিয়ারির পর দৃশ্যপট বদলাতে শুরু করেছে। চাঁদাবাজি বন্ধ হয়েছে সুুনামগঞ্জ- ১ আসনের অনেকগুলো স্পটে।
হাওরাঞ্চলের তরুনদের আইকন কামরুজ্জামান কামরুল চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় অনেকটা আতংক সৃষ্টি হয়েছে এলাকার চোরাকারবারী, মাদককারবারি ও চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্যদের মাঝে। দলীয় শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে বিএনপিতে।জনমনেও ফিরতে শুরু করেছে স্বস্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, সুুনামগঞ্জ-১ আসনের সাধারন মানুষ বরাবরই দলীয় বিবেচনার উর্ধ্বে রেখেছে কামরুলকে। দলমত নির্বিশেষে হাওরপারের মানুষের আস্থা ও ভরসার জায়গা কামরুল।
কামরুজ্জামান কামরুলের ঘনিষ্ঠ সহচর জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, দলের দুঃসময়েও তিনি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। মানবিক মানুষ হিসেবে হাওর অধ্যুষিত তাহিরপুর উপজেলার কৃতী সন্তান কামরুল দলমত সবকিছুর উর্ধ্বে থেকে হাওরবাসীর ভালোবাসা কুড়িয়েছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার কারনে তিনি দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন। দলমত নির্বিশেষ সকলের আস্থা ও ভালবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তাহিরপুরের উপজেলার চেয়ারম্যান। হাওরবাসীর প্রতিটি দূর্যোগ-দূর্বিপাকে পাশে থাকায় হাওরপারের মানুষ তাদের অতি প্রিয় এই নেতাকে ‘হাওরবন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

জানা যায়, কামরুলের শৈশবে বেড়ে উঠার স্থান সুুনামগঞ্জ জেলার হাওর এলাকা তাহিরপুরের আপামর জনগণ বিপদে- আপদে সবসময় কাছে পাওয়ায় তাকে রেখেছেন ভরসা ও আস্থার জায়গায়। এছাড়াও দক্ষ ও বুদ্ধিভিত্তিক নেতা হওয়ায় কামরুল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত প্রিয়ভাজন। বিগত সময়ে অত্যাচার জেল-জুলুম, নির্যাতনে কত নির্ঘুম রাত কাটিয়েছেন তার হিসাব নেই। নিকট অতীতের ভয়াবহ সংগ্রামকালীন ছাত্র-জনতার এক দফা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত, এ ধারণা থেকে তিনি এক বিন্দুও সরেননি। এরপর দুঃশাসনের অবসান হয়েছে।

মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুুকদারের মতে, ছাত্রদলের রাজনীতি থেকে আজকের পরিণত রাজনীতিবিদ কামরুজ্জামান কামরুল দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনো তিনি একজন কর্মী, আবার কখনো অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তৃণমূল কর্মীদের জন্য প্রতি মমত্ববোধ, সবার খোঁজখবর নেয়াসহ নিরলস পরিশ্রম আজ তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ারও পরিক্ষিত নেতা তিনি। সুনামগঞ্জ ১আসনের চারটি উপজেলার বিএনপি এবং জেলা বিএনপির নেতাকর্মীরাও তার গঠনতান্ত্রিক নেতৃত্বের প্রতি বিশ্বস্ত।
কামরুলের শৈশবে বেড়ে উঠার স্থান সুুনামগঞ্জ জেলার হাওর এলাকা তাহিরপুরের আপামর জনগণ বিপদে- আপদে সবসময় কাছে পাওয়ায় তাকে রেখেছেন ভরসা ও আস্থার জায়গায়।

রাজনৈতিক আলাপচারিতায় কামরুল বলেন,’গত ১৬ বছরে সুনামগঞ্জের মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাট-বাজার, জলমহাল, বালু-পাথর মহাল এবং নৌপথে অবৈধভাবে চাঁদাবাজি চালাচ্ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা এলাকা ছেড়ে পালিয়েছে। দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এগুলো আওয়ামী রাজনৈতিক সংস্কৃতি। বিএনপির রাজনৈতিক অভিধানে এসবের স্থান নেই। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে তারা বিএনপিতে থাকতে পারবেনা।’
তিনি আরও বলেন ‘আমাদের আন্দোলন বৃথা যায়নি। দীর্ঘসময় রাজপথে আন্দোলন করেছি।  জেল- জুলুম নির্যাতন সহ্য করেছি। কিন্তু আমরা পিছু হটিনি। আমাদের নেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। ছাত্র-জনতার এক দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে জীবন বাজি রেখে স্বৈরাচার জালিম সরকারকে উৎখাত করেছি।  হাওরপারের সন্তান হিসেবে হাওরে আগামবন্যায় ফসল রক্ষার সংগ্রাম, জলমহালে জেলে-কৃষকের অধিকার আদায়ের আন্দোলনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জনগনের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। এই সরকার নির্দিষ্ট সময়ের পর যথাসময়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর আগে নির্বাচনী সংস্কার, প্রশাসন নিরপেক্ষকরণ, জাতির সামনে রোড ম্যাপ ঘোষণাসহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন করবেন বলে আমরা আশা রাখি।

বাংলাদেশ সময়: ১৪:১৬:১৩ ● ৪৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ