বন্যাকবলিত ফেনীর একেকটি ভোর ও কালো রাত- ডাঃ খালেদ মাহমুদ

Home Page » সাহিত্য » বন্যাকবলিত ফেনীর একেকটি ভোর ও কালো রাত- ডাঃ খালেদ মাহমুদ
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪


ফেনির ভয়াবহ বন্যা

বৃষ্টি মানেই প্রশান্তি
ভেবেছি এতকাল;
হৃদয়ের সুহৃদ অন্য কাজের কথা ভুলে
বৃষ্টিতে ভিজে আর
হাওয়ায় লুকায়
আমাদের প্রেমের সংলাপ।
জৈবিক প্রবৃত্তি
রাগ অনুরাগ
আবেগের বাঁশি
যেখানেই বাজে
সেখানেই জলের ফোয়ারা
বইতে থাকে বিরামহীন।
প্রাণের অস্তিত্বে
জলকেলির সুখ
একটি নিয়মের বাহাস।
নয়তো প্রাণ হতো
সতত দেদীপ্যমান
অবিনশ্বর!
জলের বিরহে
অরক্ষিত প্রাণ
জলের ক্রোধে
ভেসে যায়
ফসলি মাঠ
শোবার ঘর
বন্যার ঢলে তলিয়ে যায়
চিরচেনা আমি ও
আমার আবাস ।
তলিয়ে যায়
পিতা মাতা
ভাই বোন
সন্তানেরা তলিয়ে যায়
হারিয়ে যায়
প্রেমিক প্রেমিকা।
বন্যার ঢলে তলিয়ে যায়
উপার্জনের বোবা পশুগুলো।
চিরচেনা ফেনী শহর
নিমিষেই হয়ে যায় অচেনা।
জলের ক্রোধের কাছে
অরক্ষিত বর্তমান ও আগামী
কোমলতার শৈশব
গৌরবের যৌবন
আর বার্ধক্যের সম্মান!
বন্যাকবলিত ফেনীর
একেকটি ভোর ও কালো রাত
জীবনের অরক্ষিত বাতাসে ছড়ায়
শূন্যতার বারিপাত!

ডাঃ খালেদ মাহমুদ

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩০ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ