ইমাম শিকদারের কবিতা “মানুষ”

Home Page » সাহিত্য » ইমাম শিকদারের কবিতা “মানুষ”
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪


 “মানুষ”

আমরা তো মানুষ ! তাহলে এমন কেন ?
মানুষ’রা’এরকমই হয়।। মানুষ তো সৃষ্টির সেরা !
তার চেয়ে নহে কিছু মহীয়ান,
অর্ধেক তার রূপ,অর্ধেক তার জ্ঞান ।
দেশ-কাল-পাত্র ভেদে সবাই আমরা মানুষ।
হে তরুণ তরুণী হে যুবক যুবতী হে কৃষক কৃষাণী হে শ্রমিক-জনতা তোমরা কেহ মেনো না হতাশা।
মানুষ জাগবে, মানুষ ফের জাগবে,
আসবে দিন সূর্যিত হবে সুদিন,
অন্ধকার কেটে যাবে আলোকিত হবে দিন।
নিদারুণ দুঃসময় আজ নির্দয় সূর্যের তাপ,
হতাশার দিনগুলো চারপাশ ধোয়ার অন্ধকার।
মানুষ নিরন্ন,আস্থা হারিয়ে ফেলছে রাজনৈতিক দল গুলোর প্রতি।
কবে নাগাদ আসবে নেতৃত্বে শ্রদ্ধাশীল,
বেঈমানী ছাড়া কোন রাজনীতি নেই,
উৎকোচ ও দূর্নীতি ছাড়া কোন কারবার নেই।
মানুষ ঘুমিয়ে সব ঘুমিয়ে অনন্ত শয়নে ।
একবার প্রাণ খুলে কান পেতে ধরো মানুষ কি জাগে নাই উনিশশো বায়ন্ন সালের ভাষা আন্দোলনে,
মানুষ কি জাগে নাই উনিশশো একাত্তরের দেশ স্বাধীনে, মানুষ কি জাগে নাই ২০২৪ এর আগষ্টে,
হে সারথী আবারো আসবে ধীরে সেই মহা প্রলয়ের ডাক
ইতিহাসের ইতিহাস রুদ্ধ করে সাধ্য আছে কার !

কবি ইমাম শিকদার

বাংলাদেশ সময়: ৯:০৯:০৭ ● ১৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ