অস্তিত্ব সংকটে বাবুই পাখি

Home Page » আজকের সকল পত্রিকা » অস্তিত্ব সংকটে বাবুই পাখি
মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ চরম অস্তিত্ব সংকটে পড়েছে বাবুই পাখি। একসময় গাছে গাছে দেখা মিলতো বাবুই পাখির বাসা। এই পাখি মূলত দুই ধরনের গাছে বাসা তৈরি করে- তাল গাছ ও খেজুর গাছ। এই দুই গাছই কমে যাচ্ছে। অন্যদিকে বাসস্থান সংকটে এ পাখিও ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে।

প্রাকৃতির ভারসাম্য রক্ষার জন্য তাল গাছ ও খেজুর গাছ থাকা তাই খুবই জরুরি। বাবুই পাখির দৃষ্টিনন্দন ছোট্ট বাসা গ্রামে-গঞ্জে আগের মতো আর চোখে পড়ে না। খড়কুটো, তালপাতা, খেজুর পাতা, ঝাউ ও লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তালগাছে বাঁধে মজবুত বাসা। প্রত্যেক তালগাছে ১০০ থেকে ১১০টি বাসা তৈরি করতে বাবুই পাখির সময় লাগে ৮-১০ দিন। প্রবল ঝড়েও তাদের বাসা অক্ষত থাকে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩১ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ