চার বিভাগের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস

Home Page » আজকের সকল পত্রিকা » চার বিভাগের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস
সোমবার ● ২ সেপ্টেম্বর ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ দেশের চার বিভাগের অনেক স্থানে আজ সোমবার বৃষ্টি হতে পারে। আজ রাজধানী ঢাকায়ও কিছুটা বৃষ্টি হতে পারে। এমন অবস্থা আরও দু-এক দিন চলতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়।

তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃষ্টির কারণে বন্যা উপদ্রুত এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আজ খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি চার বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। গতকাল রোববারও এমন অবস্থা ছিল দিনের কিছুটা সময়।

মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, আবার সামান্য বৃষ্টি—এমন অবস্থা চলছে রাজধানীতে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, রাজধানীতে আজ সামান্য বৃষ্টি হতে পারে। আকাশ এমনটা মেঘলা থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ৫৯ মিলিমিটার।

আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

গত আগস্টের মাঝামাঝি সময়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। ২০ আগস্ট থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির রেশ এখনো রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০:৫৬:০০ ● ৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ