আশুলিয়ায় যুবকের আত্মহত্যা

Home Page » প্রথমপাতা » আশুলিয়ায় যুবকের আত্মহত্যা
শুক্রবার ● ৩০ আগস্ট ২০২৪


---

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় এক বাসার ছাদ থেকে লাফ দিয়ে বাবু মিয়া (২০) নামক এক যুবক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ৩টার দিকে আশুলিয়ার ভাদাইল বাজার এলাকার শাহিন মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত বাবু মিয়া জামালপুর জেলার বিশু মিয়ার ছেলে। তিনি পাশের এলাকার আবুল হোসেনের বাসার ভাড়াটিয়া। আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।

বাড়ির মালিক শাহিন মিয়া বলেন, আজ দুপুরে বাসার ছাদ থেকে এক যুবক লাফ দিলে ঘটনাস্থলে মারা যায় তিনি। তিনি আরো বলেন, আমার বাসায় অনীল নামে  এক ভাড়াটিয়া মেয়ে থাকে। তার বাবার নাম টুটুল মিয়া। তার সাথে প্রেমের সম্পর্ক ছিলো নিহত ওই যুবকের। মাঝেমধ্যে আসা যাওয়া করতো। হয়তো আজ তাদের মধ্যে বাকবিতন্ডার জেরে আত্মহত্যার পথ বেছে নেয় তিনি। পরে নিহতের পরিবারকে খবর দিলে দাফনের জন্য লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।

স্থানীয়দের ধারনা মতে, হয়তো প্রেম সংঘটিত কারণে আত্মহত্যা করেন বাবু। তবে, এ ঘটনায় আশুলিয়া থানায় কোন অভিযোগ দায়ের করেননি নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ১:০১:২০ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ