বন্যায় ফেনীতে ১৭ প্রাণহানি

Home Page » আজকের সকল পত্রিকা » বন্যায় ফেনীতে ১৭ প্রাণহানি
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪


 ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ জেলার বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে তিন শিশু, চার নারী ও ১০ জন পুরুষ।

এর মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) রাতে ফেনী জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

অপর একটি সূত্র বলছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এখনো অনেকে।

নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলার অজ্ঞাত দুজন, ছাগলনাইয়া উপজেলার অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বন্যায় পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭২), একই উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪২), ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের শাকিলা (২২), উত্তর করইয়া গ্রামের বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়া গ্রামের আবুল খায়ের (৫০), লক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনিরহাট গ্রামের নূর ইসলামের মেয়ে রজবের নেচা (২৫), সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), ছাড়াইতকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে আবির (৩), দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের নুর নবীর ছেলে নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জয়লস্কর এলাকার হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭) নিহত হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা এক পুরুষ ও হিন্দু নারীর মরদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় মেলেনি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে বন্যায় ফেনীতে ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেড় লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ও বাকিরা বিভিন্ন উপজেলায় উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বন্যায় নিহতদের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান।

বাংলাদেশ সময়: ১২:৫৬:৩৬ ● ৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ