অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টিত হলো

Home Page » জাতীয় » অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টিত হলো
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪


গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

বঙ্গ-নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আজকের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুনর্বণ্টিত দায়িত্ব অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

অন্যদিকে, উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও, উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. সখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন। পরবর্তীতে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং অন্য ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরে আরও চারজন উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করা হয়। গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রাথমিকভাবে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৯ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ