আসছে অ্যাপলের স্মার্ট আংটি

Home Page » আজকের সকল পত্রিকা » আসছে অ্যাপলের স্মার্ট আংটি
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ অ্যাপল একটি স্মার্ট আংটি নিয়ে আসছে। এটা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে। এই আংটি দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানা যাবে। এছাড়া অ্যাপলের আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার, হোমপড, অ্যাপল টিভি, এমনকি স্মার্ট লাইটও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

সম্প্রতি অ্যাপল এই স্মার্ট আংটির জন্য পেটেন্ট আবেদন করেছে। এতে বলা হয়েছে, এই আংটিটি বিভিন্ন ডিভাইসকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবে। আংটির মধ্যে থাকবে কিছু সেন্সর, যা আমাদের হাতের নড়াচড়া, স্পর্শ, কথা বলার মতো বিভিন্ন তথ্য বুঝতে পারবে। এতে একটি মাইক্রোফোনও থাকতে পারে, যা আরও বিভিন্নভাবে ডেটা সংগ্রহ করবে।

এই আংটি সারা দিন পরে থাকা যাবে, এবং এর মাধ্যমে নিকটবর্তী ডিভাইসগুলোর সাথে সংযুক্ত থাকা যাবে। একই সাথে একাধিক আংটি বিভিন্ন আঙুলে পরে ব্যবহার করা যাবে। তবে পেটেন্টে কিছু বিষয় এখনও পরিষ্কার নয়, যেমন একাধিক আংটি একসঙ্গে কীভাবে কাজ করবে এবং এটি ব্যবহার করতে কোনো বিশেষ অ্যাপের প্রয়োজন হবে কিনা।

অ্যাপল এই পেটেন্টটি পেয়ে গেলে, আংটিটি তৈরি করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

কিন্তু যদি এটি বাস্তবায়িত হয়, তবে এটি আমাদের প্রযুক্তি ব্যবহারের ধরণ অনেকটাই বদলে দিতে পারে।
সূত্র: অ্যাপল ইনসাইডার

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪০ ● ২০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ