লেভার গোলে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

Home Page » আজকের সকল পত্রিকা » লেভার গোলে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ লা লিগার চলতি মৌসুম জিতে শুরু করেছিল বার্সেলোনা। পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়ার মাঠে জিতেছিল তারা। শনিবার ঘরের মাঠের প্রথম ম্যাচে বেশ কষ্ট করতে হলো কাতালান জায়ান্টদের। শেষ পর্যন্ত রবার্ট লেভান্ডোভস্কির গোল গড়ে দেয় পার্থক্য। বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাবকে।

শুরুতে চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করে বিলবাওকে সমতায় ফেরান ওইয়ান সানচেত। এরপর ম্যাচের ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন গত ম্যাচে জোড়া গোল করা রবের্ট লেভান্ডোভস্কি।

এবারের লিগে দুই ম্যাচে তিন গোল হলো ৩৬ বছর বয়সী এই তারকার। গত সপ্তাহে ভালেন্সিয়ার মাঠে দলের ২-১ ব্যবধানের জয়ে বিরতির আগে-পরে দুই গোল করেছিলেন তিনি। দুই ম্যাচে শতভাগ সাফল্যে বার্সেলোনার পয়েন্ট হলো ৬। সমান ৬ পয়েন্ট সেল্টা ভিগোরও।

বাংলাদেশ সময়: ১০:২৭:১১ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ