বকেয়া বেতন দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ
Home Page »
আজকের সকল পত্রিকা »
বকেয়া বেতন দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ
বঙ্গনিউজ ডেস্কঃ বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর ও কালিয়াকৈরে দুটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কে অবস্থান নিয়েছিলেন ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। অন্যদিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রার হরতুকিচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত অবস্থান নেন চন্দ্রা মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিকরা।
ফলে সড়ক দুটি দিয়ে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে যানজট দেখা দেয়।
ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের অবস্থান জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায়। ওই কারখানা শ্রমিকরা সকাল থেকে কারখানার পাশে আঞ্চলিক মহাসড়কে শামিয়ানা টানিয়ে অবস্থান নেন। দফায় দফায় তারা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
বিক্ষোভকারীরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বেতন পরিশোধ না করে কিছুদিন আগে কারখানাটি বন্ধ ঘোষণা করে। এতে কয়েকশ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। আন্দোলনের মুখে কয়েকবার তারিখ ঘোষণা করেও বকেয়া পরিশোধ করেনি।
আলী নেওয়াজ নামে কারখানাটির এক কর্মকর্তা বলেন, শ্রমিকদের বেতনের পাশাপাশি অন্য স্টাফদের ছয় মাসের বেতন বকেয়া। কারখানা বন্ধ থাকায় দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। ফটকে থাকা আনসার সদস্যরা জানান, ভেতরে তেমন কেউ নেই। তারা পাঁচজন দায়িত্বে আছেন।
কালিয়াকৈরের চন্দ্রা মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাস ধরে বেতন দিচ্ছে না। এ ছাড়া স্টাফরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। টাকা চাইতে গেলেই মালিকপক্ষ নানা টালবাহানা করে। বুধবার বিকেলেও বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেওয়ার আশ্বাস দেয়। সেদিন কিছু শ্রমিককে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা দেওয়া হলেও স্টাফদের দেওয়া হয়নি। পরে স্টাফরা রাতেই কারখানার সমানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ বুঝিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন।
শুক্রবার সকালে স্টাফরা কারখানায় কাজে যোগ দিয়ে বেতন চাইতে গেলে আবার টালবাহানা শুরু করেন দায়িত্বশীল কর্মকর্তারা। পরে স্টাফরা শ্রমিকদের নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক স্টাফ বলেন, ‘পাঁচ মাস ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না। ধারদেনা করে চলতে হচ্ছে। বাড়িভাড়ার জন্য মালিকরা চাপ দিচ্ছেন। দোকান বাকির কারণে তাদের সামনে দিয়ে যেতে পারছি না। ঘরে জমানো টাকাও শেষ হয়ে গেছে। এভাবে আর কত দিন চলতে পারি?’
গাজীপুর শিল্পপুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, তারা সেনাবাহিনী ও ইউএনওকে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোববার সবার বেতন দেওয়ার চেষ্টা করছেন। কারখানার কর্মকর্তারা বিকেল ৩টার দিকে শ্রমিকদের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ৮:৪১:৪২ ●
১১৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)