থাইল্যান্ডে ৯ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত

Home Page » আজকের সকল পত্রিকা » থাইল্যান্ডে ৯ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ থাইল্যান্ডের ব্যাংককে একটি ছোট আকৃতির যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

জানা যায়, ছোট আকৃতির এ উড়োজাহাজটিতে ৯ আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

বিমান বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। খাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

এক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পান বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র।

বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তবে মুখপাত্র জানিয়েছেন, বিমানে হংকং থেকে আসা পাঁচ চীনা পর্যটক ছিলেন। এদের মধ্যে ছিলেন দুইজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো-পাইলট।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো সেই কারণও এখনো জানা যায়নি।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি208বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। এর ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে ছিল।

দুর্ঘটনাকবলিত বিমানটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে।

একটি ভিডিওতে দেখা গেছে বিমানের বিভিন্ন অংশ পানি ও বনাঞ্চলে পড়ে আছে। একজন উদ্ধারকারীকে কর্দমাক্ত পানিতে হামাগুড়ি দিয়ে যেতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ৯:৩১:৫১ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ