নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের

Home Page » জাতীয় » নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪


সংগৃহীত ছবি-প্রণয় ভার্মা ও ড. মুহাম্মদ ইউনূস

বঙ্গ-নিউজ: বাংলাদেশে অবস্থিত ভারতীয় স্থাপনা এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। খবর ইউএনবি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে উদ্বেগ জানান। কূটনৈতিক মিশনের নিরাপত্তার গুরুত্ব আরও জোর দিয়ে তুলে ধরেন হাইকমিশনার।

নিরাপত্তা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যে পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন হাইকমিশনার। একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশে ভারতের দৃঢ় বিশ্বাসের কথাও পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ভারতীয় হাইকমিশনারের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ঢাকার কূটনৈতিক এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৯ ● ৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ