আশুলিয়ায় সেচ্ছাসেবক দলের অফিস ভাঙচুর, আ.লীগ নেতার নামে থানায় মামলা

Home Page » আজকের সকল পত্রিকা » আশুলিয়ায় সেচ্ছাসেবক দলের অফিস ভাঙচুর, আ.লীগ নেতার নামে থানায় মামলা
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪


---


সাভার প্রতিনিধিঃ আশুলিয়ার গাজীরচর আড়িয়ারা মোর এলাকায় স্বেচ্ছাসেবক দলের অফিস ভাঙচুর করে লুটপাট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন, মোঃ আব্দুল হালিম বাবু(হৃদয় দয়াল) ও চান মিয়া। সম্পর্কে তারা আপন দুইভাই।

রবিবার দুপুরে আশুলিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আড়িয়ারা মোর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, যুবলীগ নেতা রাজু খান (৩৫), সবুজ খাঁন (৩০), হাসান খান (২৩), সেলিম রেজা, জাহিদ। এরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার বাহিনী। তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে ভয় পায়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ১৫/২০ জন লোক কোনকিছু জিজ্ঞেস না করেই আমার অফিসে ভাংচুর চালায়। পরে আমি আর আমার ভাই থামাতে গেলে আমাকেও রক্তাক্ত জখম করে। এরপর অফিস থেকে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এব্যাপারে অভিযুক্ত রাজু খান ও সবুজ খানের মুঠোফোনে যোগাযোগ করতে গেলে তাদের ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, আমার নেতাকর্মীদের অফিস ভাংচুর করে আবার তাদের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়াও এ ঘটনায় দোষীদের বিচারের দাবি করেন তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব বলেন, ভুক্তভোগী ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৫৬ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ