রংতুলিতে বদলে গেছে সড়ক ও দেয়ালের চিত্র

Home Page » প্রথমপাতা » রংতুলিতে বদলে গেছে সড়ক ও দেয়ালের চিত্র
শনিবার ● ১৭ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ রংতুলির আঁচড়ে শতাধিক গ্রাফিতি এঁকেছেন নরসিংদীর শিক্ষার্থীরা। গত কয়েক দিনে পলাশ উপজেলার বিভিন্ন দেয়াল ও সড়কে কয়েকশ শিক্ষার্থী গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সংগ্রাম, সৌহার্দ আর স্বাধীনতার চিত্র।
পলাশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দেয়ালে নানা ধরনের স্লোগান, জাতীয় পতাকা এঁকেছেন ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে মেধার জয় তরুণদের জয়গান লেখেন।
শিক্ষার্থী সাইমন রসুল শান্ত বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগের পর থেকে পরিচ্ছন্নতা, সচেতনতায় লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছি। ভবিষ্যতে আমাদের আরও কর্মসূচি রয়েছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব করছে।’
রংতুলির কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী নুসরাত জাহান মিথিলা বলেন, ‘এই আন্দোলন আমাদের একত্র হওয়া শিখিয়েছে। ভবিষ্যতে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আমরা শিক্ষার্থীরা এক হয়ে দেশের স্বার্থে কাজ করতে পারব বলে আমার বিশ্বাস।’

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩০ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ