জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

Home Page » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা
সোমবার ● ১২ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সোমবার সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আজ সকালে সড়ক পথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন প্রধান বিচারপতি। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ ত্যাগ করেন রেফাত আহমেদ।

এর আগে গতকাল দুপুর ১২টার দিকে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি রেফাত আহমেদ। এর আগে শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত শনিবার ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ছয়জন বিচারপতি।

বাংলাদেশ সময়: ১২:২০:২৩ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ