শুধু গলাটা ধরে আসছে কান্নায় : পরী

Home Page » বিনোদন » শুধু গলাটা ধরে আসছে কান্নায় : পরী
রবিবার ● ১১ আগস্ট ২০২৪


চিত্রনায়িকা পরীমণি ও তার ছেলে পূণ্য । ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই তারকা। এবার ছেলে পুণ্যর জন্মদিনে আবেগঘন এক স্ট্যাটাস দিয়ে ছেলের প্রতি জানালেন তার ভালোবাসা।

স্ট্যাটাসে পরী লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে… কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে। নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে। দোয়া করবেন।’ ২০২২ সালের ১০ আগস্ট পৃথিবীতে আসে পুণ্য। জন্মের পর তার নাম ছিল রাজ্য, পরে অবশ্য পুণ্য নামেই ডাকেন অভিনেত্রী। তবে পূণ্য ছাড়াও পরীর এখন আরও একটি মেয়ে আছে। কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম।

বাংলাদেশ সময়: ১০:৩৮:৩৯ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ