প্রধান উপদেষ্টার আগমনে আবু সাঈদের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি

Home Page » প্রথমপাতা » প্রধান উপদেষ্টার আগমনে আবু সাঈদের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি
শনিবার ● ১০ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ শপথ গ্রহণের দুদিন পরই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে গোটা উপজেলা ইত্যোমধ্যে সেনা, র‌্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার ছাউনিতে ঘিরে ফেলেছে। রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ। এ উপলক্ষে শুক্রবার বাবনপুর গ্রামের আবু সাঈদের বাড়িতে যাওয়ার রাস্তা তৈরি করছে শ্রমিকরা।

উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে আবু সাঈদের বাড়িতে ঢোকার সড়ক ইট দিয়ে তৈরি করছে সংশ্লিষ্ট দপ্তর। এ কাজে ঘাম জড়াচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তারা।
দেখা গেছে ড.মুহাম্মাদ ইউনূসের আগমনের বার্তায় অনেক শ্রমিক বিকেল থেকে রাস্তা খুড়ে ইট দিয়ে রাস্তা বানাচ্ছেন। আবু সাঈদের বাড়ির সামনের রাস্তা থেকে আঙিনা পর্যন্ত খোড়া ও ইট বসানোর কাজ চলছে।

রাস্তা তৈরির এসব তথ্য জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ৮:৩০:৩২ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ