পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

Home Page » বিশ্ব » পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪


পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং বামফ্রন্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

বঙ্গনিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (৮০) মারা গেছেন। বামফ্রন্টের এই শীর্ষ নেতা বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার পাম এভিনিউর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স্কজনিত কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পশ্চিমবঙ্গের টানা ১১ বছর দায়িত্ব পালন করা এই মুখ্যমন্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান বাম নেতা।

এর আগে গত কয়েক দিন ধরেই তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাত থেকেই অবস্থার চরম অবনতি হয়। বাড়িতেই সব চিকিৎসার ব্যবস্থা করা ছিল তার।

১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০১ সালে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন শুরু করেন। ২০১১ সাল পর্যন্ত ছিলেন সেই দায়িত্বে।

কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্যের বাবার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়।

বাংলাদেশ সময়: ১২:৩৪:০০ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ