এবার পুকুরে ভেটকি মাছ উৎপাদন করে এলাকায় সাড়া জাগিয়েছেন বরিশালের এক চাষী।

Home Page » কৃষি » এবার পুকুরে ভেটকি মাছ উৎপাদন করে এলাকায় সাড়া জাগিয়েছেন বরিশালের এক চাষী।
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪


সুমন আহমেদ

বঙ্গনিউজ ডেস্কঃ এবার পুকুরে ভেটকি মাছ উৎপাদন করে এলাকায় সাড়া জাগিয়েছেন বরিশালের এক চাষী।

বরিশাল জেলার  বাবুগন্জ থানার  বায়লাখালি গ্রামের সুমন আহমেদ। যিনি দীর্ঘদিন যাবত প্রবাসে থাকার পর দেশে  কৃষির উপর প্রশিক্ষণ নিয়ে আসার কারণে তিনি অল্প সময়ের মধ্যে কৃষিতে উন্নতি করেছেন।কৃষি কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন আন্তর্জাতিক সহ অনেক পুরুস্কার।

এবার তিনি নোনা পানির ভেটকি মাছ পুকুরে চাষ করে সাড়া ফেলেছেন এলাকায়।

এক পর্যায় তার এই কাজকে সাধুবাদ জানায় বরিশাল বিভাগ এর  কর্মকর্তা জনাব রিপন কান্তী ঘোষ,জনাব শহিদুল ইসলাম জেলা প্রশাসক বরিশাল।

স্বীকৃতি স্বরূপ  তাকে প্রদান করা হলো জেলা মৎস সম্মাননা পুরুস্কার ও সনদপত্র ।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৪ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ