১৩ দিনে ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধে ক্ষতি ১৭৫০ কোটি টাকা

Home Page » অর্থ ও বানিজ্য » ১৩ দিনে ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধে ক্ষতি ১৭৫০ কোটি টাকা
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ  ১৪ দিন পর অবশেষে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালু হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার পর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আবার চালু হয়েছে। ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় দেশের অনলাইনভিত্তিক ব্যবসা খাতে গত ১৩ দিনে প্রায় এক হাজার ৭৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

১৩ দিনে ১৭৫০ কোটি টাকার ক্ষতি

গতকাল আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক জানান, বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:০০:৫১ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ