লন্ডনে প্রশংসিত বাংলাদেশি চলচ্চিত্র ‘লতিকা’

Home Page » বিনোদন » লন্ডনে প্রশংসিত বাংলাদেশি চলচ্চিত্র ‘লতিকা’
বুধবার ● ২৪ জুলাই ২০২৪


 লতিকার দৃশ্য

বঙ্গনিউজঃ জলবায়ু পরিবর্তন নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘লতিকা’। ব্রিটিশ কাউন্সিল ইউকে এর অর্থায়নে এই স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। সম্প্রতি ছবিটি দেখানো হয়েছে ইংল্যান্ডের ‘ডিভি চলচ্চিত্র উৎসব লন্ডন’-এ। এ মাসের শুরুতে- অর্থাৎ গত ৫ জুলাই থেকে শুরু হয় উৎসবটি।

চলে ৭ জুলাই অবধি। এ সময় প্রদর্শিত ছবিটি নিয়ে আয়োজক থেকে শুরু করে সংশ্লিষ্টরা প্রশংসা করেছেন বলে জানান নির্মাতা।তিনি লতিকার গল্প প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। তার স্বামী শ্যাম বিশ্বাস ভোঁদড় দিয়ে মাছ শিকার করা জেলে।তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় প্রাণী নিয়ে তাদের টানাপড়েনের সংসারের বহমান জীবনচিত্র উঠে এসেছে এ চলচ্চিত্রে।’
উৎসব প্রসঙ্গে তিনি জানান, এই উৎসবে দক্ষিণ এশিয়ার ৪১টি পূর্ণদৈর্ঘ্যে ফিচার, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র, ফিকশন চলচ্চিত্র সিলেক্ট হয়েছিল। চলচ্চিত্রগুলো লন্ডনের ইনস্টিটিউট অব কনটেম্পোরারি আর্টস-এর মঞ্চে দেখানো হয়। উৎসবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের চলচ্চিত্র নির্মাতারা একত্রিত হয়েছিলেন।নির্মাতা স্বপন জানিয়েছেন- ডিভি চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’ সিলেকশন হওয়া ও প্রদর্শনে তিনি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। এই উৎসব ছাড়াও ‘লতিকা’ এ বছর সুইজারল্যান্ডের জনপ্রিয় ৫৫তম ভিশনস ডু রিয়েল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিশিয়ালভাবে জায়গা করে নেয়। তা ছাড়া ইংল্যান্ডের ২৩তম ওয়াও-ওয়েলস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব এবং চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৮ ● ১৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ