কবি মেহেবুব হকের পবিত্রতার বীজ কবিতা
Home Page »
সাহিত্য »
কবি মেহেবুব হকের পবিত্রতার বীজ কবিতা
পবিত্রতার বীজ
মেহেবুব হক
আমি হাজারো আত্মিক কষ্টের মাঝে
পবিত্রতার স্বর্গীয় ছোঁয়া পেয়েছি ,
বিধ্বস্ত ভগ্ন হৃদয়ে আকাশছোঁয়ার
অজস্র রঙিন স্বপ্ন মনে এঁকেছি ।
প্রস্তুত করেছি মনের মাঝারে ইচ্ছার অদম্য পাহাড়
তিল তিল করে সঞ্চয় করেছি শক্তি ও সাহস
যদিও ধৈর্যের পরীক্ষা দিতে দিতে শুকিয়ে গেছে অধরের সবটুকু পানি ।
তবুও আমি হারায়নি মনোবল
যে মনোবল আমার বিবেককে দিয়েছে সত্যের চেরাগ
মনকে দিয়েছে পরম প্রশান্তি
আমার জীবনকে দিয়েছে নতুন দিশা ,
যে দিশার আহ্বান পায় পথভোলা মানুষেরা মহামানবের আগমনের মাধ্যমে ।
এটাই সেই সত্য ও সুন্দরের পথ
যে পথে প্রতিদিন আল্লাহর নৈকট্য হাসিল হয়
অন্তরের মাঝে শুদ্ধতা ও পবিত্রতার বীজ বপন হয় ,
যে বীজ একদিন মহীরুহ হয়ে
আত্মপ্রকাশ করে বিশ্ববাসীর সামনে
ব্যস্ত থাকে অমরত্বের সন্ধানে ।
যে অমরত্বের আলোয় পৃথিবীর আনাচে কানাচে
প্রজ্বলিত তৌহিদের জ্ঞান ,
যে জ্ঞানের সন্ধান শুধুই মেলে
নবি রাসুল অলি আল্লাহ গাউস কুতুবদের কাছে ,
যার আহরণে মেটে সিনার তৃষ্ণা
খুলে যায় হৃদয়ের বদ্ধ দুয়ার ,
অন্তঃদৃষ্টির আলোয় প্রতিভাত হয় জগতের হাল হাকিকত
তখনই মানুষ হয়ে ওঠে শুদ্ধ মানব, কখনো মহামানব ।
বাংলাদেশ সময়: ১১:৫০:৩৮ ●
২৫৩ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)