এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন জ্যোতিরা

Home Page » খেলা » এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন জ্যোতিরা
বুধবার ● ১৭ জুলাই ২০২৪


 দেশ ছেড়েছে বাংলাদেশ দল

বঙ্গনিউজঃ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় নারী এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন নিগার সুলতানা জ্যোতিরা।এদিকে দেশ ছাড়ার আগে সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। এ সময়ে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যও জানান টাইগ্রেস অধিনায়ক।তিনি মনে করেন, শেষ দুটি সিরিজ খারাপ গিয়েছে, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। এরপর আমাদের একটা লম্বা বিরতি গেল, আমরা এ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছি। সেখানে যারা ভালো করেছে, তাদের আমরা দলে এনেছি। সর্বশেষ ক্যাম্পেও দেখলাম সবাই ভালো ছন্দে আছে। আমরা এখন ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি।এশিয়া কাপে এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২০ জুলাই লঙ্কানদের মুখোমুখি হবেন জ্যোতিরা। অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত গ্রুপ ‘এ’-তে আছে।

বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

বাংলাদেশ সময়: ১১:৩৮:১৩ ● ১৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ