Home Page » সাহিত্য »
সোমবার ● ১৫ জুলাই ২০২৪



অধ্যাপক লুৎফর রহমান জয় ও কবি সম্মান মোহাম্মদ

দুই দিনের দুনিয়া
সম্মান মোহাম্মদ

দুই দিনের মায়াবী দুনিয়া-
তবুও সময় শেষ হতে চায়না।
নানান বায়নায় জীবন বেঁচে থাকতে চায়-
সুখ নামে পাপের আলোয় পথ চলতে চায়।
অন্যায় আর অত্যাচারকে আপন করে সাজায়-
অল্প সময়ের জন্য জীবনকে হারাম বানায়।
মহান আল্লাহ সৃষ্টি করলো মানব জাতি-
তাকে ভুলে গিয়ে মানব করছে নানান মতি।
নেই আর ন্যায় দুনিয়ার ছায়ায়-
অন্যায়ের আলো পরিপূর্ণ মানব মায়ায়।
মানব জাতির জন্ম হয় হিসাবের স্বপ্ন মেলায়-
সেই মানব জাতির মৃত্যু হয় পাপের বাস্তব ভেলায়।
পাগল কবি কেঁদে বলে জন্মকে করোনা অবহেলা-
জন্মকে সাজাও যেন মরন কথা বলে সারাবেলা।
কেন যে মানুষ ভুলে যায় জন্মের সৃষ্টি-
কেন যে মানুষ ভুলে যায় মৃত্যুর বৃষ্টি।
মহান আল্লাহ ভাবছে হাশরের হিসাব খাতায়-
কেন যে মানব জাতি সৃষ্টি করলাম শূন্য পাতায়।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:২২ ● ২২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ