নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প গুলিবিদ্ধ,তবে সুস্থ আছেন !

Home Page » জাতীয় » নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প গুলিবিদ্ধ,তবে সুস্থ আছেন !
রবিবার ● ১৪ জুলাই ২০২৪


পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প,তখন গুলিবিদ্ধ হন

বঙ্গ-নিউজ;পেনসিলভানিয়ায় নির্বাচনী র‌্যালিতে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। এমন সময় হামলাকারীর গুলি তার ডান কান ফুঁড়ে চলে যায়। রক্তাক্ত ট্রাম্পকে রক্ষা করেন তার সঙ্গে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।  আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির।

ট্রাম্পের ওপর গুলির ঘটনার খবর পাওয়া মাত্র তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিক এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন এ ঘটনাকে ‘অসুস্থ’ হত্যা প্রচেষ্টা বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় থমাস ম্যাথিউ ক্রুক্সকে (২০) সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। পেনসিলভানিয়ার বাসিন্দা ক্রুক্সের হাতেই বাটলার টাউনশিপে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প আক্রান্ত হন।

এক বিবৃতিতে এফবিআই বলেছে, ‘পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুক্সকে ১৩ জুলাই বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।’

তদন্ত সংস্থাটি আরো জানায় যে, এ ঘটনায় তাদের তৎপর ও নিরলস তদন্ত অব্যাহত রয়েছে। একইসঙ্গে তদন্তে সহায়তা করতে পারে এমন যেকোনো তথ্য জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ গুলির শব্দ শুনে সকলেই হতচকিত হয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দ শুনে ট্রাম্প তার মাথার ডান পাশে হাত তোলেন এবং মঞ্চ থেকে নামিয়ে আনার সময় তার ডান কানে রক্ত দেখা যাচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে, আমাদের দেশে এমন ঘটনা ঘটতে পারে! হামলাকারী, যে এখন মৃত, তাকে নিয়ে এখনও কিছু জানা যায়নি। আমার ডান কানের উপরের অংশে একটি গুলি লেগেছিল।’

হামলার পর ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেং এক বিবৃতিতে জানান, সাবেক প্রেসিডেন্ট ‘সুস্থ আছেন’। তিনি বলেন, ‘এই জঘন্য ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নেওয়ায় আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রাথমিকভাবে সাড়া দেওয়া সকলের প্রতি রাষ্ট্রপতি ট্রাম্প কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি সুস্থ আছেন এবং স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে তার চেকআপ করা হচ্ছে।’

সিক্রেট সার্ভিস জানায়, হামলাকারী ভেন্যুর বাইরে একটি উঁচু জায়গা থেকে মঞ্চের দিকে একাধিক গুলি ছোড়ে। হামলাকারী ছাড়াও ঘটনাস্থলে আরও একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে।

এদিকে, ডেলাওয়্যারে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ধরণের সহিংসতার জন্য আমেরিকায় কোনো স্থান নেই।’ তিনি আরও যোগ করেন, ‘এটা এক ভয়াবহ ঘটনা এবং আমাদের দেশকে ঐক্যবদ্ধ করার জন্য এটি একটি অন্যতম কারণ।’

বাইডেন বলেন, ‘সকলের এই নিন্দনীয় ঘটনার নিন্দা করা উচিত। আমেরিকায় এ ধরনের রাজনৈতিক সহিংসতা বা সহিংসতার ধারণা অগ্রহণযোগ্য।’

হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০:১৪:৫৭ ● ১০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ