১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’

Home Page » বিনোদন » ১৫ আগস্ট ভারতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’
রবিবার ● ১৪ জুলাই ২০২৪


 চঞ্চল চৌধুরী

বঙ্গনিউজঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গতবছর ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিকে নাম লেখিয়ে হইচই ফেলে দেন। এবার জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘পদাতিক’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ইতোমধ্যেই পোস্টার ও টিজারে প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। তবে পর্দায় কিংবদন্তিকে ধারণ করা যে সহজ ছিল না তার প্রমাণ মিলেছে সিনেমার শুটিং শুরু হবার পর থেকেই।সিনেমায় মৃণালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন কোরাক সামান্থা, সম্রাট চক্রবর্তী এবং জিতু কমলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১০:১১:৪২ ● ১৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ