আজ শুধু খেলার দিন!
Home Page »
খেলা »
আজ শুধু খেলার দিন!
বঙ্গনিউজঃ এমন দিন খেলাধুলায় খুব বেশি আসে না। আজ রোববার সন্ধ্যায় বিশ্ব ক্রীড়াঙ্গনে তেমন একটা দিন এসে দর্শকদের মনের দুয়ারে কড়া নাড়ছে। সন্ধ্যায় উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচ খেলবেন কার্লোস আলকারাজের বিপক্ষে।যারা টেনিস নিয়ে খুব বেশি আগ্রহী নন তাদের জন্য বলে রাখা ভাল, উইম্বলডন সবচেয়ে অভিজাত টুর্নামেন্ট। আর ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচ টেনিস ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেট। কাজেই উইম্বলডন ফাইনালের প্রতি আগ্রহী হয়ে টিভি সেট খুলে আপনিও বসে যেতে পারেন। ম্যাচটি তিন-চার ঘণ্টা চললে কিন্তু বিপদ। কারণ ততক্ষণে হাইভোল্টেজ ইউরো ফাইনালের বাঁশি বেজে উঠবে।
বার্লিনে স্পেন আর ইংল্যান্ডের মধ্যে ইউরো ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। কত বড় তারকা আপনার রাতকে রঙিন করে দিতে বল পায়ে কারুকাজ দেখাবেন। ১৭ বছর কিশোর প্রতিভা লামিন ইয়ামালে তো আছেনই। সঙ্গে পেদ্রি, অলমোরা থাকবেন।ইংল্যান্ডের শিবিরেও তারকার অভাব নেই। ফিল ফোডেন ও জুড বেলিংহাম আছেন। সঙ্গে অধিনায়ক হ্যারি কেন। ইউরো ফাইনাল যদি অতিরিক্ত সময়ে গড়ায় তাহলে তো বাংলাদেশে ভোর হওয়ার উপক্রম হবে।ইউরোর ফাইনাল দেখে ঘুমানোর আশা ছেড়ে দিন। কারণ সোমবার সকালে ৬টায় কোপা আমেরিকার ফাইনাল খেলতে নামবেন এই গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসি স্বয়ং। তার দল আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। বাংলাদেশের দর্শকদের কাছে মেসির জনপ্রিয়তা অতুলনীয়।তা ছাড়া বিশ্বকাপ জেতা মেসি আর আকাশি-নীল জার্সি গায়ে কতদিনই বা খেলবেন। তাই বল পায়ে তার স্বর্গীয় কারুকাজ দেখার সুযোগ কেউ ছাড়বেন বলে মনে হয় না। সঙ্গে থাকবে ডি মারিয়া, লাউতারো মার্তিনেজরা। ইউরো ফাইনাল দেখে আপনার ঘুমে ঢলে পড়া চোখ থেকে ঘুম তাড়ানোর জন্য আর কী চাই। কাজেই আজ রাতে জেগে থাকুন। আপনারা জেগে থাকবেন আমরা জানি। কারণ এমন দিন খেলাধুলায় সচরাচর আসে না।
বাংলাদেশ সময়: ১০:০৫:৪৬ ●
৮১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)